আমাদের কিছু কথা

image-not-found

বাংলাদেশের স্বাস্থ্য সেবা উন্নতির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত আওয়ার হোপ সোসাইটি গভমেন্ট রেজিস্ট্রেশন নং এস-১২৭৬৮ এই অধীনে পল্লী এলাকায় প্রাথমিক চিকিৎসা সেবা আমাদের অঙ্গীকার, দেশ ঘণবসতিপূর্ণ উন্নয়নশীল দেশ । এই দেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে অন্য , বস্ত্র বাসস্থানের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার গ্রামে এমবিবিএস ডাক্তারের সংখ্যা অপরুতুল হওয়ার গ্রামের সাধারণ হতদরিদ্র মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এ ক্ষেত্রে পল্লী চিকিৎসক গণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমাদের দেশের শিক্ষিত বেকার যুবকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এদের প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা পরিচর্যা বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা গেলে একদিকে গ্রামের হতদরিদ্র মানুষের চিকিৎসায় সেবার মান কিছুটা হল বৃদ্ধি পাবে অন্যদিকে শিক্ষিত বেকার যুবকেরা কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্বের হার থেকে মুক্তি পাবে এই উদ্দেশ্যে আওয়ার হোপ সোসাইটি এর উদ্যোগে স্বল্পকালীন পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্স পরিচালনা করার পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই আপনি যদি শিক্ষিত বেকার হন তাহলে আজই দেরি না করে আমাদের পল্লী ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করে বেকারত্বের হাত থেকে মুক্তি হওয়ার পাশাপাশি দেশবাসীর সেবায় এগিয়ে আসতে পারেন,

প্রতিষ্ঠানের পরিচালকের বানী

image-not-found

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প নেই।
রাষ্ট্রের নিকট জনগণের অন্যতম চাহিদার একটি হচ্ছে স্বাস্থ্য সেবা। ২০১৭ সাল থেকে আওয়ার হোপ সোসাইটি
প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ার হোপ সোসাইটি ।
পল্লী ডাক্তার প্রশিক্ষণ এর মাধ্যমে বিভিন্ন কোর্সে প্রতি বছর নির্ধারিত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মানসম্মত পল্লী ডাক্তার কোর্স প্যারামেডিকেল ডিএমএস ও নার্সিং কোর্স প্রশিক্ষণ প্রদান করে এদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে মানসম্মত
স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। পাশাপাশি পল্লী চিকিৎসকেরা দেশজুড়ে তাদের অবদান এবং সেবা দিয়ে স্বাস্থ্যসেবা
দিয়ে যাচ্ছে।

(মোঃ এরশাদ)
পরিচালক
ওএইচএস

সহ-সভাপতির বাণী

image-not-found

স্বাস্থ্য সেবা একটি স্বীকৃত মানবাধিকার এবং এটি মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ,এই স্বাস্থ্য সেবাকে মানুষের দোড় গোঁড়ায় পৌঁছে দিতে হলে চিকিৎসকের পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্য সহায়ক কর্মী। বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান (ও এইচ এস)
২০১৭ সাল থেকে পল্লী ডাক্তার ও নার্সিং প্রশিক্ষণ কোর্সগুলো প্রথম শুরু করে। আমাদের পল্লী ডাক্তার প্রশিক্ষণ কোর্স সমূহ :
* jr.Nursing--১ বছর
*প্যারামেডিকেল --১ বছর
*MCH (মা ও শিশু স্বাস্থ্য) -- ৬ মাস
*D.M.S (ডিপ্লোমা ইন মেডিকেল সাইন্স )---১ বছর
* D.M.A (ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট)-১ বছর
*L.M.A.F (পল্লী চিকিৎসক) --৬ মাস
*RMP (পল্লী চিকিৎসক)--- ৩মাস
* EKMS (পল্লী ডাক্তার) --- ৩ মাস
* pathology-- ৬ মাস
*কমন প্রাথমিক সকল রোগের কারন ,লক্ষণ , চিকিৎসা ও টেষ্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
*ইনজেকশন দেওয়া, স্যালাইন দেওয়া, কাটা জায়গায় সেলাই, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, জ্বর মাপা ব্লাড প্রেসার মাপা সহ সকল প্র্যাকটিক্যাল হাতে-কলমে শিখানো হয় ।
* ভর্তির যোগ্যতা : যে কোন গ্রুপ থেকে ssc/ দাখিল/ সমমান
*MBBS / অভিজ্ঞ ডাক্তার দ্বারা ক্লাস পরিচালনা করা হয়
*কোর্স শেষে হাসপাতালে ৪ মাস ১৫ দিন হাসপাতালে ইন্টার্নী করানো হয় ও ইন্টার্নী সার্টিফিকেট প্রদান করা হয়।
♦️প্রতিষ্ঠান এর বৈশিষ্ট্য :
আমাদের প্রতিষ্ঠান টি 100% অনলাইন রেজিস্ট্রেশন করা ,
ভর্তির পূর্বে অনলাইন এ গভমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেখে ভর্তি হতে পারবেন । Government registration no.s-12768/17(dhaka)
✍️কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়,
সার্টিফিকেট আমাদের অনলাইন ওয়েবসাইটে আজীবন দেখতে পারবেন
***বাংলাদেশের সকল থানা ও জেলা পর্যায়ে শাখা দেওয়া হচ্ছে
শাখা নিতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ইপিজেড শাখাতে যোগাযোগ করুন।
বিস্তারিত সকল কিছু জানতে আমাদের শাখা অফিসে গিয়ে যোগাযোগ করুন

মোঃ কাজী নেছার উদ্দিন
সহ- সভাপতি
ওএইচএস